চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে ফের বোমা ফাটালেন জাতীয় চলচ্চিত্র পুরুষ্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পপি জানালেন, চিত্রনায়ক ও শিল্পী সমিতির সদ্য বিদায়ী সাধারন সম্পাদক জায়েদ খান তার বুকে পিস্তল ঠেকিয়েছিলেন। পপির সেই সাক্ষাৎকারের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে সেই ভিডিওতে পপি বলেন, জায়েদ খান একটা পিস্তল কেনার জন্য আমার কাছে টাকা ধার নিয়েছিল৷ সেই টাকা দিয়ে সে পিস্তল কিনেছে। আমি একটা জায়গায় শুটিং করছিলাম, শুটিংয়ে গিয়ে সে বলল একটা কথা আছে, জরুরি কথা। শুটিং শেষ করে গাড়িতে বসলাম। সে হঠাৎ করেই আমার কানের পাশ দিয়ে ধম ধম করে গুলি ফোটালো। ভয় পেয়ে গেলাম খুব, আমি তো এসব দেখে অভ্যস্ত না।
একটু পর নাকি সেই পিস্তলের নল পপির বুকে ঠেকিয়ে দেন জায়েদ খান৷ এরপর পপি বলেন, পিস্তলের নলটা বুকে ঠেকিয়ে দিয়ে সে বললো, বেশি বাড়বাড়ি করার দরকার নেই, যতটুকু পারো কাজবাজ করে চলচ্চিত্র থেকে বেরিয়ে যাও। আমাকে বিভিন্ন রকম হুমকি-ধামকি দিতে থাকল। আমার ভাই-বোন নিয়ে মোটামুটি একটা থ্রেটই দিলো। আমার ভাই ছোট, বলল তার নামে কেস করা হবে, বিভিন্ন জায়গায় ফাঁসিয়ে দেওয়া হবে। বোনরা বিয়ে শাদি করে নাই, তাদেরও প্রবলেম হবে।
Leave a Reply