বরিশাল নগরে রাতের আধারে ছুরি দিয়ে কুপিয়ে কাঠমিস্ত্রি দিপু হালদারকে (৪৫) হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিপু হালদার (৪৫) বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা রমেন্দ্রনাথ হালদারের ছেলে।
তার মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের বোন জামাই সজল হালদার জানান, কেন দিপু হালদারকে হত্যা করা হয়েছে তা জানি না। তবে তাকে ছুরিকাঘাতে গুরুত্বর জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ৫ জন হামলাকারী পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় কুডু না একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। এদিকে দিপুকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply