কারবন্দি থাকাবস্থায় মৃত্যুকরণ করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য যশোর কেশবপুরের রাজাকার কমান্ডার সাখাওয়াত হোসেনের আপিল কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি একই মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বিল্লালও মৃত্যুবরণ করায় তার আপিলও বাদ দিয়েছেন আদালত।
বুধবার (২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এর আগে ২০১৬ সালের ১০ আগস্ট একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একই মামলার আট আসামির মধ্যে কেশবপুরের অন্য সাত রাজাকারকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ডাদেশ। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাতজন হলেন- মো. বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, মো. আজিজ সরদার, কাজী ওয়াহেদুল ইসলাম ও মো. আব্দুল খালেক মোড়ল।
Leave a Reply