ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় আটকে আছে চলচ্চিত্র অভিনেত্রী শিমু হত্যা মামলার চার্জসিট। শনিবার (৫ ফেব্রুয়ারী) রাতে মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) চুন্নু মিয়া বলেন,ফরেনসিক প্রতিবেদন হাতে পেলেই যে কোনও সময় চার্জসিট দেয়া হতে পারে।
এছাড়া মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। এদিকে নিহত অভিনেত্রীর ভাই হারুন অর রশিদ বলেন, আমার বোনকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দীর্ঘদিন ধরে হত্যাকাণ্ডের ছক কষে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এখন যত দ্রুত সম্ভব আসামিদের শাস্তি নিশ্চিত করা হবে এমনটাই প্রত্যাশা বলে জানান তিনি।
Leave a Reply