অবশেষে মালা বদল করছেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর-আলিয়া। এ বছরের এপ্রিলেই বিয়ে করবেন রণবীর ও আলিয়া। শোনা যাচ্ছে, রাজস্থানের রণথম্বোরে বিয়ে করবেন ‘রণলিয়া’।
ইতোমধ্যেই দুই পরিবারের থেকে শুরু হয়েছে বিয়ের প্রস্ততি। শুরু হয়ে গেছে কেনা কাটাও। তবে করোনার কারণে বিয়েতে থাকবে চরম নিরাপত্তা। পরিবার এবং ঘনিষ্ঠজনরা ছাড়া বিয়েতে খুববেশী অতিথী দেখা যাবে না। তবে বিয়ের অনুষ্ঠান হবে দেশেই। প্রথমে ইতালিতে করার ইচ্ছে থাকলেও এখন আর তা করা হচ্ছে না। রাজস্থানের রণথম্বোরেই নাকি বসতে পারে বিয়ের জমকালো অনুষ্ঠান।
Leave a Reply