সম্প্রতি সমাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আলোচনা-সমালোচনার কমতি নেই। ক্রমেই এই নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা। নির্বাচন শেষ হয়েছে এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে টানা হেঁচড়া। এদিকে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে নিপুণের আপিলের শুনানি আজ বুধবার (৯ফেব্রুয়ারি)।
গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নিপুণের করা আবেদনটি আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালতে শুনানির জন্য উপস্থাপন করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য বুধবার (৯ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন। গতকাল মঙ্গলবার সকালে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিখিত আবেদন করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
Leave a Reply