কোপা ইতালিয়ায় সাসুওলোর উপহার দেওয়া গোলেই সেমিফাইনাল নিশ্চিত করলো জুভেন্টাস। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয়লাভ করে তুরিনের ওল্ড লেডিরা। স্বাগতিকরা পাউলো দিবালার গোলে এগিয়ে গেলেও হামেদ ত্রাওরের গোলে সমতা টানে সাসুওলো। তবে শেষ মুহুর্তে নিজেদের জালেই বল জড়িয়ে কপাল পুড়ে দলটি। ৩ মিনিটে তুরিনের ওল্ড লেডিদের এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা।
মেকেননির শট প্রতিপক্ষের ডিফেন্ডার আইহানের গায়ে লেগে ফিরে এলে ফিরতে বলে দারুন এক ভলিতে লক্ষ্যভেদ করেন দিবালা। ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি সাসুওলো। ২৪ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান আইভরি কোস্টের ফরোয়ার্ড হামেস ত্রাওরে। বাঁ দিক দিয়ে দারুন রানের পর স্কামাক্কার সঙ্গে বল দেয়া নেয়া করে জুভেন্টাসের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে দুরের পোস্টে উচু দিকে লক্ষ্যভেদ করেন ত্রাওরে।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৮৮ মিনিটে নিজেদের জালেই বল জড়ান সাসুওলোর ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক রুয়ান তেত্তো। পাউলোর দিবালার নেওয়া শট রুয়ানের গায়ে লেগে দিক বদলে বল জালে জড়ায়। আর এতেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় সাসুওলোর।
Leave a Reply