চাঞ্চল্যকর ও আলোচিত কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে চলমান পিকাআপচাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় ঘাতক পিকআপচালককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার পিকআপচালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল।
গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) ভোরে বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফিরতে রাস্তা পার হতে গিয়ে পিকআপচাপায় পাঁচ ভাই নিহত হন।
ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। এ ঘটনায় রাতেই নিহতদের আরেক ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন (মামলা নং-১৫)। এ মর্মান্তিক ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয় জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, ঘটনাটির পর প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংবাদ প্রচার হয়। ঘটনার পর থেকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে চালককে গ্রেফতার করা হয়।
Leave a Reply