ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পরপর দুই দিন নিলামে ওঠার পরও বিক্রি না হওয়ায় এক শ্রেণির মানুষের সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বাংলাদেশে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কেউ কেউ বলছেন, সময় ফুরিয়ে গেছে সাকিবের। আর এসব তীর্যক মন্তব্যের জবাব দিয়েছেন এই টাইগার ক্রিকেটারের স্ত্রী শিশির।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, আপনাদের অতিরিক্ত উত্তেজনার পূর্বেই বেশ কয়েকটি দল সরাসরি সাকিবের সাথে যোগাযোগ করেছিল এটা জানতে যে, সে আইপিলের পুরো সিজন খেলতে পারবে কিনা। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের জন্য দুঃখজনকভাবে সে আইপিএল খেলতে পারবে না। এজন্যই কোনো টিম তাকে দলে রাখেনি, আর তা বড় কোনো বিষয়ও না।
এটাই শেষ নয়, আগামী বছর তো সামনে আছেই। আইপিএল নিলামে উঠতে হলে তাকে শ্রীলঙ্কা সফর বাদ দিতে হতো। তখন যদি তাকে নিলামে ক্রয় করা হতো তাহলে কি আপনারা এরকমটা বলতে পারতেন? নাকি এতক্ষণে তাকে আপনারা বেইমান বানিয়ে ফেলতেন? আপনাদের উত্তেজনায় পানি ঢেলে দেয়ার জন্য দুঃখিত।
Leave a Reply