চট্টগ্রাম নগরীর হালিশহরের আবাসিক হোটেলে নারীকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন করে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থেকে আসামি আশরাফুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ভিকটিম তার গ্রামের বাড়ীর প্রতিবেশী। ভিকটিম তার স্বামী ও ৩ সন্তানের সাথে বন্দর থানা এলাকার কলসী দিঘীর পাড়ে বসবাস করত।
ভিকটিমের স্বামী ভিকটিমকে বিভিন্ন কারণে সন্দেহ করায় ভিকটিমের সাথে তার স্বামীর দূরত্ব সৃষ্টি হয়। একই এলাকার সুবাদে ভিকটিমের সাথে তার পরিচয় হয় এবং গত দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ভিকটিমের সাথে অন্য কোন ব্যক্তির সম্পর্ক তৈরী হয়েছে মর্মে সে ভিকটিমকে সন্দেহ করত।
ভিকটিমের সাথে তার মনোমালিন্যের কারণে তার মনে ক্ষোভের সৃষ্টি হয় এবং সে ভিকটিমকে খুন করার পরিকল্পনা করে। ভিকটিমকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেল রুমে নিয়ে ঘুমের ওষুধ মিশ্রিত পানীয় পান করিয়ে অজ্ঞান করে ছুরি দিয়ে গলা ও পেটে আঘাত করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে।বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী ।
Leave a Reply