আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণগ্রস্ত গ্রাহকদের ঋণের দায় এড়াতে বড় অঙ্কের সুদ মওকুফ সুবিধাসহ ঋণ পরিশোধের সুযোগ দিতে ‘এককালীন এক্সিট’নামে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট বা অন্য কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে পড়া ব্যবসা প্রতিষ্ঠানের যেগুলো অস্তিত্ব সংকটে বা বন্ধ হওয়ার উপক্রম অবস্থায় আছে, তাদের ঋণ দায় শোধ করতে এ সুবিধা দেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এককালীন বা সর্বোচ্চ এক বছরের মধ্যে ঋণ পরিশোধের শর্তে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রাহকরা সর্বোচ্চ ৫০% সুদ মওকুফ সুবিধা পাবেন। এ সুবিধা পেতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহককে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঋণের সর্বশেষ স্থিতির কমপক্ষে ২% ‘ডাউনপেমেন্ট’দিয়ে আবেদন করতে হবে। প্রজ্ঞাপন জারির আগে কোনো ঋণ কিস্তি বা অংশ বিশেষ পরিশোধ করে থাকলে তা ‘ডাউনপেমেন্ট’হিসেবে গণ্য হবে না।
Leave a Reply