বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ও চট্টগ্রামের মহরণ আজ। ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দু’টি। বিপিএলের চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরুটা দারুণ হলেও পরবর্তীতে খেই হারিয়ে ফেলে দলটি। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে। অধিনায়ক বদলের বিতর্কের পরও তারা এখন টুর্নামেন্টে টিকে আছে। দেখছে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন। বাঁচা মরার লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নয় তরুণ্য নির্ভর দল দলটি। এদিকে ফাইনালে ওঠার এই সুযোগ কাজে লাগাতে চায় কুমিল্লাও।
ডু প্লেসি-মঈন আলী- সুনীল নারাইনদের নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ইমরুল বাহিনী। অন্যদিকে চট্টগ্রামের রান মেশিন উইল জ্যাকস সুস্থ হয়ে উঠেছেন, তাকে নিয়েই মহারণে নামবে আফিফ বাহিনী। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভাব্য একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মাহিদুল অঙ্কন, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সম্ভাব্য একাদশ: উইল জ্যাকস, জাকির হাসান, আফিফ হোসেন (অধিনায়ক), বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, চ্যাডউইক ওয়ালটন, আকবর আলি, শামীম হোসেন পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
Leave a Reply