যশোরের ঝিকরগাছার এক পায়ে লিখে জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী তামান্না নূরার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। খুব শিগগিরই তার সঙ্গে দেখা করতে তিনি যশোরে আসবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তামান্নার বাবা রওশন আলী।
এর আগে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তামান্নার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। রওশন আলী বলেন, মঙ্গলবার সকালে যশোরের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা দেওয়ার জন্য তামান্নাকে আমন্ত্রণ জানায়। সকাল ১০টা ২৫ মিনিটে তামান্না যখন ওই পত্রিকা অফিসে অবস্থান করছিল, সে সময় ফোন দেন শিক্ষামন্ত্রী।
Leave a Reply