মহেন্দ্র সিং ধোনি কিংবা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দিলেও দলটি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাবে না। বাবর আজমকে সমালোচনার মুখ থেকে বাঁচাতে এভাবেই বাংলাদেশ দলকে কটাক্ষ করে বসলেন ফিক্সিং কাণ্ডে কলঙ্কিত পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট।
পাকিস্তান সুপার লিগে বাবর আজমের দল করাচি কিংসের টানা ব্যর্থতার জন্য অধিনায়ককে দায়ী করা উচিত নয়, এমন যুক্তি দিতে গিয়ে বাংলাদেশকে খাটো করে বসেন বাট।
আসরে আটটি ম্যাচ খেলে ফেললেও, এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি করাচি। অনেকেই বাবর আজমকে এজন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, তার জাতীয় দলের অধিনায়কত্বওও কেড়ে নেয়া উচিত।
এমতাবস্থায় বাবরের পাশে দাঁড়িয়েছেন বাট। তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে, দল ভালো না হলে অধিনায়কের কিছু করার নেই। আর খারাপ দলের উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের নামটিই মনে পড়ে পাকিস্তানের সাবেক অধিনায়কের।
বাংলাদেশকে টেনে এনে বাট নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বলেন, ‘আমি সেটা মনে করি না (বাবর ব্যর্থ অধিনায়ক)। সে পাকিস্তানেরও অধিনায়ক। আপনি যদি ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দেন, তাহলে তো তারা আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে না। আপনার যদি পরিবর্তন আনতে হয়, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে।’
এর আগেও বিভিন্ন সময়ে টাইগারদের ইঙ্গিত করে কুরুচিকর মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেকরা। বাট সেই নিচু মানসিকতার মানুষদের তালিকায় যুক্ত করলেন নিজেকে।
Leave a Reply