রাশিয়া-ইউক্রেন চলমান সঙ্কট বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। যেকোনও সময় যুদ্ধ বেঁধে যেতে পারে প্রতিবেশী দুই দেশের মধ্যে। এমন পরিস্থিতিতেই বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই মহড়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে। এদিকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার তিক্ততা বেড়েই চলছে।
পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেন হামলার অজুহাত খুঁজতে এই মহড়া শুরু করেছে রাশিয়া। আর এই মহড়া পর্যবেক্ষণ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সাগর ও ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
বার্ষিক এই মহড়ায় কিনঝাল ও সিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবহার করা হবে। এদিকে সীমান্তে লাখো সেনা জড়ো করলেও ইউক্রেন হামলার চালানোর পরিল্পনার বিষয়ে বারবারই অস্বীকার করেছে রাশিয়া। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার এ দাবিকে মিথ্যা প্রতিপন্ন করছে।
Leave a Reply