চলছে রক্তঝরা মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি প্রাণত্যাগের বিনিময়ে রফিক সালাম বরকতসহ অসংখ্য ভাই-বোন বাংলার মানুষের জন্য ছিনিয়ে এনেছে আমাদের মুখের ভাষা ‘বাংলা’। তাদের এই অবদানকে অম্লান রাখতেই প্রতিবছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘অমর একুশে গ্রন্থমেলা’। স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী এই মেলা দেশের মানুষের মাঝে ‘একুশে বইমেলা’ নামেও ব্যাপক পরিচিত। বই মেলা দেশের লেখকদের জন্যও একটি বড় মঞ্চ। যেখানে লেখকগণ নিজেদের সৃষ্ট শিল্পগুলোকে দেশবাসীর সামনে তুলে ধরার সুযোগ পান। বইপোকারাও বই মেলায় এসে বিভিন্ন লেখকের বই সংগ্রহ করে নিজেদের জ্ঞানের পরিধি বাড়ায়। বইমেলা যেন লেখক-পাঠকদের ভালোবাসার এক সেতুবন্ধন। এদিকে, অনিশ্চয়তা কাটিয়ে এবছরও শুরু হয়েছে ‘অমর একুশে বইমেলা’। করোনা মহামারির কারণে ফেব্রুয়ারির প্রথম থেকে বইমেলা শুরু করা সম্ভব না হলেও গেল ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন করেন।
বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের অগ্রগতির সাথে পাল্টে যাচ্ছে পুরো বিশ্ব। পাল্টে যাচ্ছে মানুষের জীবনমান। পরিবর্তন এসেছে বিশ্বের প্রতিটি সেক্টরেই। বাদ যায়নি সাংবাদিকতাও। এখন আর আদিমনীতি মেনে মানুষকে খবরের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়না। হাতে থাকা ছোট্ট মোবাইলটিই এখন মানুষকে হাতের মুঠোয় এনে দিয়েছে পুরো পৃথিবীকে। ফলে পরিবর্তন এসেছে সাংবাদিকতার ধরণেও। বিশ্বজুড়ে বেড়েছে মোবাইল সাংবাদিকতার চর্চা। আর দেশের মোবাইল সাংবাদিকতাকে এগিয়ে নিতে এবং তরুণ সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতার সাথে পরিচয় করিয়ে দিতে এবছরও ‘অমর একুশে বইমেলায়’ প্রকাশিত হয়েছে মুসা বিন মোহাম্মদের লেখা বই ‘মোবাইল সাংবাদিকতা: ধারণা ও কৌশল’। লেখক এই বইটিতে মোবাইল সাংবাদিকতা সম্পর্কে ধারণা, সম্ভাবনা ও মোবাইল ফোন দিয়ে সাংবাদিকতা করার নিয়ম-কানুন তুলে ধরেছেন। প্রকাশনা সংস্থা মূর্ধন্য প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।
মোবাইল সাংবাদিকতা নিতে লেখা এই বইটি লেখকের লেখা প্রথম বই। বইটির বিষয়ে লেখক বলেন, ‘বহির্বিশ্বে মোবাইল সাংবাদিকার (মোজো) চর্চা শুরু হলেও আমাদের দেশে মোজো বিষয়টি অনেকটা নতুন। অপ্রতুল ধারণার ফলে দেশে বাংলা ভাষায় মোজো বিষয়ে তেমন বই নেই বললেই চলে। বইটিতে প্রযুক্তিগত জটিলতা ছাড়াই সাংবাদিকতার বুনিয়াদি জ্ঞানের পাশাপাশি মোজো’র ধারণা, প্রেক্ষাপট, বিবর্তন, সুযোগ-সুবিধা, সময়োপযোগিতাসহ অতি প্রয়োজনীয় মোবাইল অ্যাপ ও সরঞ্জামাদি ব্যবহার করে মোবাইল সাংবাদিকতা করার কৌশল সবিস্তারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বইটিতে মোজো সাংবাদিকদের মাঠপর্যায়ে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।’
এদিকে, ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। ‘মোবাইল সাংবাদিকতা : ধারণা ও কৌশল’বইটিও পেয়ে যাবেন সেখানে। বইটি এবারের বইমেলার মূর্ধন্য প্রকাশনীর ৪০০ নম্বর স্টলে পাবেন। ঢাকার যানজট ঠেলে যাদের বইমেলার আসার সুযোগ হয়না, তাদের জন্যে রাখা হয়েছে অনলাইন ব্যবস্থা। দেশে অনলাইন বই কেনাবেচার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘রকমারি ডটকম’-এ ঢুঁ মারলেই পেয়ে যাবেন মোবাইল সাংবাদিকা নিয়ে লেখা এই বইটি। বইমেলার স্টলে বইটির মূল্য রাখা হয়েছে ১৮৮ টাকা। অনলাইন অর্থাৎ, রকমারি ডটকমেও সমমূল্যে পাওয়া যাবে বইটি।
লেখক পরিচিতি
মুসা বিন মুহাম্মদের জন্ম ও শৈশব কেটেছে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আউলিয়াবাদ গ্রামে। তিনি ২০০৭ সালে নিজ গ্রাম থেকে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স ও মাস্টার্স পাস শেষ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে’র মিডিয়া স্কলারশিপ নিয়ে একাত্তর টেলিভিশনে সাংবাদিকতা শুরু করেন। এছাড়াও পেশাজীবনে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক মানবজমিন ও বণিক বার্তায় সাংবাদিকতা করেছেন তিনি। বর্তমানে তিনি নিউজভিত্তিক অ্যাপ ‘রিদ্মিক নিউজ’-এর হেড অব নিউজ হিসেবে দায়িত্বরত রয়েছেন।
Leave a Reply