চাঁপাইনবাবগঞ্জের সাত বছর বয়সী শিশু হামিম হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মৃত শিশুটি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের রেজাউল করিমের ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি মৃত সোহরাব হোসেনের ছেলে মুদি দোকানদার মুকলেস। বুধবার (২৩ ফেব্রুয়ারি) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ শিশুটির মরদেহ একটি ডাল ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদেই মুলহোতা দায় স্বীকার করে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, শিশুটি মুকলেসের দোকানে টিভি দেখার সময় ঘন ঘন চ্যানেল পাল্টাতে থাকে। সে রিমোট চাইলে তা ভেঙে ফেলায় ক্ষিপ্ত হয়ে সে তাকে স্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে মঙ্গলবার শিশুটির পিতা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে বলে জানান তিনি।
Leave a Reply