রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মধ্যস্থতার আবেদন জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা। অবিলম্বে শান্তি আলোচনা চালাতে রাশিয়ার সঙ্গে মোদিকে যোগাযোগ করার অনুরোধও করেন তিনি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা এ আহবান জানান।
ভারতের গণমাধ্যম বলছে, ইউক্রেনের কূটনৈতিক মহলের একাংশের ধারণা রাশিয়া-ভারত পুরনো বন্ধুরাষ্ট্র। ফলে ভারতকে গুরুত্ব দিয়েই দেখছে কিয়েভ। ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আমরা ভারতের সাহায্য চাইছি। রাশিয়ার সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। রাশিয়া-ইউক্রেন সঙ্কট নিয়ন্ত্রণে নয়াদিল্লি আরও সক্রিয় ভূমিকা নিতে পারে।
আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবিলম্বে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমাদের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। মোদিজি বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা।
Leave a Reply