বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা দুর্নীতিবাজ-দেশবিরোধী, যারা কিনা নিজের পরিবার ও গোষ্ঠীর স্বার্থ ছাড়া গণমানুষের স্বার্থ কখনো দেখেনি তাদেরকে জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে।
আমরা আশাকরি গত তিন নির্বাচনের মত আগামীতেও এসব ষড়যন্ত্রকারী-অগ্নিসংযোগকারী, যুদ্ধাপরাধী-রাজাকারের দোসরদের এই মাটিতে জনগণ প্রত্যাখ্যান করবে। সেজন্য আমাদেরও অনেক বেশি সংঘবদ্ধ থাকা প্রয়োজন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি আরও বলেন, গত সাত দশকে এই বাংলার যত উন্নয়ন, এই বাঙ্গালির যত অর্জন তার সব কিছুই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আমাদের ভাষার অধিকার, আমাদের স্বাধীনতা, গণতন্ত্র, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যে, শিল্পে, যোগাযোগ ব্যবস্থায়, বিজ্ঞানে, প্রযুক্তি, কৃষিসহ সকল ক্ষেত্রেই বিপ্লব সাধিত হয়েছে। এ দিন বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
Leave a Reply