এক মাসের ব্যবধানে কমেছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার (রেমিট্যান্স) পরিমাণ। চলতি বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা টাকার হিসাবে প্রায় ১২ হাজার ৮৬৫ কোটি টাকা (ডলারপ্রতি ৮৬ টাকা ধরে)।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে রেমিট্যান্স ছিল ১৭০ কোটি ৪৩ লাখ ডলার বা ১৪ হাজার ৬০০ কোটি টাকা। ফেব্রুয়ারিতে ২১ কোটি ডলার বা এক হাজার ৭৩৪ কোটি টাকা কম এসেছে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৭৮ কোটি ৫৯ লাখ ডলার বা ১৫ হাজার ১৭২ কোট ৫০ লাখ টাকা (ডলারপ্রতি ৮৫ টাকা ধরে)।
Leave a Reply