এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার (২২) আত্মহত্যার ঘটনায় তার প্রেমিক প্লাবন ঘোষকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) রাতে এশার মা ও এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহার বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন। মামলায় আসামি প্লাবনের বিরুদ্ধে এশাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, গতকাল শুক্রবার (৪ মার্চ) রাতে মামলাটি করা হয়েছে। এশার মা সানজিদা নাহার বাদী হয়ে এ মামলা করেন। বাদীর অভিযোগ, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে এশা আত্মহত্যা করেছে। তাই এশার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে। জানা গেছে, বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের বাসায় গলায় ফাঁস দেন জান্নাতুল নওরিন এশা। শুক্রবার ভোর ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এশাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply