জামালপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় চিঠিতে অভিযুক্তের নাম লিখে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত তামিম আহমেদ স্বপনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১২ মার্চ) র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (১১ মার্চ) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তামিমকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়েছে।
তামিম আহমেদ স্বপন (২৫) উপজেলার সাধুপুর কান্দাপাড়া এলাকার মো. খোকার ছেলে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মেলান্দহ পৌরসভার শাহজাদপুর এলাকায় স্কুলছাত্রী তার নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবার ও স্থানীয়দের ধারণা, আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করার কারণে সে আত্মহত্যা করেছে।
Leave a Reply