বিপিএল শেষ করে গত মাসে ভারতে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য মাশরাফী বিন মোর্ত্তজার। বলা হচ্ছিল, আবারও অস্ত্রোপচার করানো হবে। যদিও শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাননি তিনি। চিকিৎসা নিয়েই দেশে ফিরেছেন, খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)।
বৃহস্পতিবার(১৭ মার্চ) সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করার সময় গণমাধ্যমকে মাশরাফী বলেন, আমার কোনো লক্ষ্য নেই। আমি আগেও বলেছিলাম। শুধুই ভালো লাগা থেকে খেলছি। ঢাকা লিগে অসংখ্য খেলোয়াড় আছে যারা হয়তো ১০-১৫ বছর খেলছে। তাদের আর লক্ষ্য অন্যদিকে নেই। কেউ রুজি-রুটির জন্য খেলে, কেউ ভালো লাগার জন্য খেলে। খেলাটাই আনন্দ তাদের কাছে, তাই খেলে। আমার কাছে খেলাটা সবসময় উপভোগের। দেখা যাক কতদিন খেলতে পারি। এদিকে, অস্ত্রোপচার না করিয়ে খেলতে নামাটা ঝুঁকি হয়ে যাবে কী না এমন প্রশ্নে মাশরাফী বলেছেন, ‘আমি ট্রিটমেন্ট করিয়ে এসেছি। সার্জারি করলে লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে এডজাস্ট করে যত সময় খেলা যায়। এরপর বড় গ্যাপ আছে, (সীমিত ওভারের) ঘরোয়া ক্রিকেট তো নেই। এখন অপারেশন করালে হয়তো ডোমেস্টিক ক্রিকেট মিস হতো। এজন্য আর কি ম্যানেজ করে যতটুকু খেলা যায়। জাতীয় দল থেকে অনেকটা দূরে। বিপিএল, ডিপিএল খেললেও ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই বলে জানিয়ে দিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
Leave a Reply