টালিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ভারতের কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজ বাড়িতে মারা যান তিনি। এর আগে বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।
রাতের সেখানেই বার বার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চেয়েছিলেন অভিষেক। সেখানে তার স্যালাইনও চলে বলে জানা গেছে। এই মুহূর্তে তার মরদেহ বাড়িতেই রয়েছে। যদিও এখনও সরকারিভাবে জানানো হয়নি তার মৃত্যুর কারণ।
Leave a Reply