দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ভারতের যাওয়ার আগে সংবাদমাধ্যমেকে দেশসেরা পেস বোলার মুস্তাফিজুর রহমান বলেছেন, আমাদের দলের (বাংলাদেশ) খেলা আছে। তাসকিন এখন আমাদের সেরা বোলার।
এইজন্য এখন সান্ত্বনা দেয়া ছাড়া আমার কোনো উপায় নেই। এদিকে, আইপিএলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন মুস্তাফিজ আর সাকিব আল হাসান। এবার মেগা নিলামে মুস্তাফিজ নাম লিখিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। তবে সুযোগ পাননি সাকিব। বাঁহাতি অলরাউন্ডার এইপিএলের এবারের আসরে না থাকায় বাংলাদেশ ক্রিকেট ভক্তদের চোখ যে মুস্তাফিজের ওপরেই থাকবে, সেটি বেশ ভালোই জানা আছে তার। মুস্তাফিজ বলছিলেন, আগে যেমন হতো যে আমি আর সাকিব ভাই খেললে বাংলাদেশের মানুষ দুইটা দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই দেখবে, কারণ এবছর সাকিব ভাই সব সংস্করণে (জাতীয় দলে) আছেন এইজন্য সুযোগ পাননি।
Leave a Reply