বাগেরহাটের মোল্লাহাটে নাইম খান (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গাংনি গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাইম গাংনি গ্রামের আবুল খানের ছেলে। তিনি উপজেলা সমাজসেবা অফিস সহায়ক পদে কাজ করতেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
Leave a Reply