ক্ষমতা ও রাজনীতি জনগণের কল্যাণের জন্য, নেতা হয়ে ভাব ধরার জন্য নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি একথা বলেন। তিনি বলেন, জনগণের সার্বিক কল্যাণের জন্য নির্বাচিত প্রতিনিধি বা নেতা হিসেবে সবাইকে কাজ করতে হবে। নির্বাচনে জয়ীদের উচিত পরাজিতদের সাহায্য নিয়ে একত্রে কাজ করা। সবাই মিলেমিশে কাজ করলে এলাকা ভালোভাবে চলবে। নি:সন্দেহে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে মিলেমিশে রাজনীতি করার জন্য সব রাজনৈতিক দলের সদস্যদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। নিজের রাজনৈতিক জীবনের উদাহরণ টেনে রাষ্ট্রপতি বলেন, প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু বিজয়ী হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গলায়ই মালা দিয়েছি। তাদের পরিবার ও সন্তানদের জন্য কাজ করেছি। তিনি আরও বলেন, ধনী হওয়ার জন্য রাজনীতি করিনি। হাওরের উন্নয়ন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করেছি। এলাকার উন্নয়নের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। শান্তি-শৃঙ্খলা না থাকলে উন্নয়ন হবে না।
Leave a Reply