করোনা মহামারি বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ মার্চ) থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) পুনরায় কার্যক্রম শুরু করবে।
গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে আইভিএসিগুলোতে ভিসা আবেদনের জন্যে প্রার্থীদের কোনো পূর্বানুমতির প্রয়োজন নেই। হাইকমিশনের বরাত দিয়ে এতে আরও বলা হয়েছে, ভারতে পর্যটন ভিসার আবেদন ছাড়া অন্য সব আবেদন গ্রহণ করা হবে।
Leave a Reply