সিএনএনের তাদের এক প্রতিবেদনে জানায়, অ্যান্থনি ফাউসি এমএসএনবিসি’র আন্দ্রে মিচেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। এসময় তিনি বলেন, টিকাগুলো একত্রিত করা, বিতরণ করা, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে প্রয়োগ করার সব প্রক্রিয়া ২০২১ সালের মাঝামাঝি শেষ হবে।
এর আগে ফাউসি গেল শুক্রবার বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের আগের সময়ের মতো স্বাভাবিক জীবনে শেষ হয়ে যেতে পারে ২০২১ সাল। করোনা সংক্রমণরোধে টিকা ব্যাপক সাহায্য করবে। তবে সাবধানতারও প্রয়োজন রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণের পাশাপাশি সাধারণ সর্দি কাশির সংক্রমণ নিয়েও মানুষকে সচেতন থাকতে আহ্বান জানান ফাউসি।
মুহিব /১৪-০৯-২০২০/ আলোচিত সংবাদ।
Leave a Reply